আল্লাহ তা‘আলা সর্বময় ক্ষমতার অধিকারী। আর মানুষ তার প্রভুর সামনে অসহায় অক্ষম। পৃথিবীর সবকিছু আল্লাহ তা‘আলার ইচ্ছায় সংঘটিত হয়। সুতরাং একজন ঈমানদার বান্দার কাজ হলো, যখনই কোনো বিপদে পড়ে বা কোনো পরীক্ষার সম্মুখীন হয় মহান আল্লাহর দিকে রুজু করা এবং তাঁর গাইবি খাযানা থেকে সাহায্য চাওয়া।